Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

আমাদের প্রকল্পসমূহ

 

জেলা পরিসংখ্যান কার্যালয়, চট্টগ্রাম’’  স্বতন্ত্রভাবে  কোন প্রকল্প গ্রহণ করে না, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কেন্দ্রিয়ভাবে সকল প্রকল্প পরিচালনা করে, জেলা পরিসংখ্যান কার্যালয়, চট্টগ্রাম উক্ত প্রকল্পের চট্টগ্রাম জেলার মাঠ পর্যায়ে কাজ পরিচালনা করে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কতৃক গৃহীত প্রকল্প সমূহের মধ্যে কিছু প্রকল্পের নাম নিচে দেওয়া হলো।

 

নির্দিষ্ট্য সময় ব্যবধানে পরিচালিত প্রকল্প সমূহ


  
(১)       প্রতিদশবৎসরঅন্তর অন্তর আদমশুমারি, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারি ।

(২)         প্রতিদশবৎসরঅন্তর অন্তর Household Income Expenditure Survey (HIES).

(৩)        প্রতিদুই বৎসরঅন্তর অন্তর শ্রমশক্তি জরিপ।

চলমান প্রকল্প

(১)        MSVSB (Monitoring The Situation of the Vital Statistics, Bangladesh)

(২)         National Household Database(NHD)

(৩)        Geographical Information System (GIS) 

এডহোক ভিত্তিতে পরিচালীত প্রকল্পসমূহ

(১)    শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য বিভিন্ন জরিপ (MICS

(২)    মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statisticsতথ্য  সংগ্রহ।

            (৭)   কারিগরি ও বৃত্তিমূলক প্রশিণ কেন্দ্র (TVET)সম্পকিয় শুমারী প্রকল্প।

            (৮)  নারীর প্রতি সহিংসতা (VAW)সম্পকীয় জরিপ প্রকল্প।

            (৯)   বস্তি শুমারী প্রকল্প।

এ ছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশনের জন্য প্রকল্প গ্রহণ করে থাকে।