Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
SVRS জরিপ এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান।
Details

চট্টগ্রাম জেলায় ১০৪ টি পিএসইউ হতে ‍ Sample Vital Registration System (SVRS) এর মাঠ পর্যায়ের কাজ আগামী ০২রা অক্টোবর ২০২৪ খ্রি. হতে ২৭শে অক্টোবর ২০২৪ খ্রি. পর্যন্ত চলমান থাকবে। চট্টগ্রাম জেলায় ২১ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১০৪ জন স্থানীয় নারী রেজিস্টার তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত থাকবে। CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতিতে নির্ধারিত পিএসইউ হতে প্রতিটি খানার সদস্য, খানার ধরণ, জন্ম, মৃত্যু, আগমণ, বহির্গমন, বিবাহ, তালাকসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সংগ্রহ করা হবে।

বর্ণিতাবস্থায়, জাতীয় এ গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে স্থানীয় নারী রেজিস্টারগণকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ করা হলো।

Image
Publish Date
10/07/2024
Archieve Date
30/11/2026