Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা খাতের প্রতিষ্ঠান সমূহের সেবা উৎপাদন সূচক (ISP) প্রণযন সংক্রান্ত জরিপ ২০২৫
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ন্যাশনাল একাউন্টিং উইং কর্তৃক বাস্তবায়নাধীন “ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদ ( QGDP) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদ (DGDP) উন্নয়ন প্রকল্প” এর আওতায় আগামী ২৪ মে হতে ৩০ মে ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত ০৭ (সাত) দিনব্যাপী নির্বাচিত সেবা খাতের প্রতিষ্ঠান সমূহের সেবা উৎপাদন সূচক (ISP) প্রণযন সংক্রান্ত জরিপ ২০২৫ এর ৩য় কোয়াটারের (জানুয়ারি/২০২৫ হতে মার্চ /২০২৫) তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় এ গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।


               অনুরোধক্রমে

(মোহাম্মদ ওয়াহিদুর রহমান)

উপপরিচালক

বিসিএস (পরিসংখ্যান)

ফোনঃ ০২৩-৩৩৩-২৩২৬২

মোবাইল: ০১৯১১-৫৮৩৪৭৫

প্রকাশের তারিখ
24/05/2025
আর্কাইভ তারিখ
30/09/2025