পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পরিসংখ্যান সংস্থা (NSO) হিসেবে শুমারি ও জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রণযন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশব্যাপী সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। এই জরিপের মাধ্যমে সারা দেশে ১৯২০ টি পিএসইউ থেকে ৪৬০৮০ টি খানার তথ্যদি ট্যাবলেট ব্যবহার করে CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতিতে আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. হতে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত সংগ্রহ করা হবে। চট্টগ্রাম জেলায় ০৩ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৫ জন তথ্য সংগ্রহকারী ৩০ টি পিএসইউ এলাকা হতে তথ্য সংগ্রহ করবে। বর্ণিতাবস্থায়, জাতীয় এ গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
মোহাম্মদ ওয়াহিদুর রহমান
উপপরিচালক
বিসিএস (পরিসংখ্যান)
ফোনঃ 02-413-70103
মোবাইল: ০১৯১১-৫৮৩৪৭৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস