পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়িত "শ্রমশক্তি জরিপের মাধ্যমে শ্রমবাজার তথ্যের উন্নয়ন " শীর্ষক প্রকল্পের আওতাধীন Labour Force Survey (LFS) এর মাঠ পর্যায়ে নির্ধারিত পিএসইউ (PSU) থেকে ২০২৪ সালের ৪র্থ কোয়াটারের তথ্য সংগ্রহ আগামী ০১ অক্টোবর ২০২৪ খ্রি. হতে ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. পর্যন্ত সারা দেশব্যাপীর ন্যায় চট্টগ্রাম জেলায়ও চলমান থাকবে। চট্টগ্রাম জেলায় ১ (এক) জন জেলা সমন্বয়কারীর তত্ত্বাবধানে ০৫ (পাঁচ) জন তথ্য সংগ্রহকারী এ কাজে নিয়োজিত থাকবে। সরকারি এই গুরুত্বপূর্ণ কাজে সকলকে তথ্য সংগ্রহে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
মোহাম্মদ ওয়াহিদুর রহমান
উপপরিচলাক
বিসিএস (পরিসংখ্যান)
মোবাইলঃ ০১৯১১-৫৮৩৪৭৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস