পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহারপূর্বক মোবাইল ও ওয়েব এপ্লিকেশন এর মাধ্যমে চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে চূড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম সমগ্র দেশব্যাপী আগামী ১০/১২/২০২৪ খ্রি. থেকে ২৬/১২/২০২৪ খ্রি.পর্যন্ত চলমান থাকবে। অর্থনৈতিক শুমারিতে স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠানসহ অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানার (পরিবার) তথ্য সংগ্রহ করা হবে।
স্থায়ী প্রতিষ্ঠান: স্থায়ী প্রতিষ্ঠান হলো ব্যক্তি, ব্যক্তিসমষ্টি, সমাজ বা রাষ্ট্রের মালিকানাধীন প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন দ্রব্য-সামগ্রী সংগ্রহ, উৎপাদন, ক্রয়-বিক্রয় ও বন্টন অথবা কোন সামাজিক ও ব্যক্তি সেবা প্রদান করা হয়। যেমন: সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস, আদালত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কলকারখানা, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এনজিও ইত্যাদি।
অস্থায়ী প্রতিষ্ঠান: অস্থায়ী প্রতিষ্ঠানে কোন স্থায়ী কাঠামো বা ঘর থাকে না। তবে অস্থায়ী ছাউনি কিংবা অস্থায়ী বেড়া/বেষ্টনি থাকতে পারে। হাট বাজার বা রাস্তার পাশে কোন নির্দিষ্ট স্থানে অস্থায়ী ছাড়নির নিচে বসে নিয়মিতভাবে বিভিন্ন দ্রব্যাদি উৎপাদন, বেচাকেনা, মেরামত বা অপরাপর অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত ছোটখাটো দোকানপাট অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। যেমন: একটি নির্দিষ্ট স্থানে ভ্যানগাড়িতে বা টেবিলের উপর রেখে বিভিন্ন সবজি, ফল বিক্রয় ইত্যাদি।
অর্থনৈতিক শুমারি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ একটি কাজ। নতুন বাংলাদেশ বিনির্মাণে অষ্টম পঞ্চমবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), প্রমাণনির্ভর পরিকল্পনা প্রণয়নে নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়ন ও সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ৪র্থ অর্থনৈতিক শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনার নিমিত্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ এই কাজে সম্পৃক্ত থাকবেন। জাতীয় এই গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকলকে প্রয়োজনীয় এবং সার্বিক সহায়তা প্রদানে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
মোহাম্মদ ওয়াহিদুর রহমান
যুগ্মপরিচালক (অ.দা.)
বিসিএস (পরিসংখ্যান)
মোবাইলঃ ০১৯১১-৫৮৩৪৭৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস